Thank you for trying Sticky AMP!!

নীলফামারীতে আরও ৪ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স

নীলফামারীতে নতুন করে চারজনের কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে এক সাংবাদিকসহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দুজন রয়েছেন। আজ মঙ্গলবার সকালে সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রমতে, নতুন আক্রান্ত চারজনের মধ্যে জেলা সদরে তিনজন ও সৈয়দপুর উপজেলা শহরের নিউ বাবুপাড়ার একজন।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৫৯। তাঁদের মধ্যে মারা গেছেন ৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২২ জন।

করোনাভাইরাসে আক্রান্তের বিভিন্ন উপসর্গ নিয়ে বর্তমানে আইসোলেশনে আছেন ১২৮ জন।

এ পর্যন্ত জেলার সংগৃহীত নমুনার সংখ্যা ২ হাজার ৭৭৯। গতকাল সোমবার পর্যন্ত ফলাফল এসেছে ২ হাজার ২৯৩ জনের।