Thank you for trying Sticky AMP!!

নীলফামারীতে শ্বাসকষ্ট ও জ্বরে একজনের মৃত্যু

প্রতীকী ছবি

নীলফামারীর ডোমার উপজেলায় গতকাল মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে এক ব্যক্তি (৬৪) মারা গেছেন। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে আজ বুধবার দুপু্রে পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয় বলে জানা গেছে।

স্থানীয় কয়েকজন জানান, তিনি দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্টে ভুগছিলেন। গতকাল মঙ্গলবার রাতে তাঁর শ্বাসকষ্টের সঙ্গে পাতলা পায়খানা ও জ্বর শুরু হয়। রাতেই তাঁকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

ওই ব্যক্তির মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেন, বিষয়টি পুলিশ ও স্বাস্থ্য বিভাগকে জানানোর পর তারা এসেছে। স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহের কাজ করছে। সেখানে চৌকিদারকে রাখা হয়েছে। বাইরের কোনো লোকজনকে যেতে দেওয়া হচ্ছে না। স্বাস্থ্য বিভাগ যে সিদ্ধান্ত দেবে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মারা যাওয়া ব্যক্তির এক পুত্রবধূ ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। তিনি সম্প্রতি বাড়ি এসেছেন বলেও জানা গেছে।