Thank you for trying Sticky AMP!!

নীলফামারীর পুলিশ সুপারের করোনা শনাক্ত

পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান

নীলফামারী জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোখলেছুর রহমানের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। বুধবার সন্ধ্যায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে আসা নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাঁর করোনা শনাক্ত হয়।

পুলিশ সুপার কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন মো. জাহাঙ্গীর কবির বলেন, শারীরিক তেমন সমস্যা না থাকায় তিনি নিজ সরকারি বাসভবনে আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন।

এসপি মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, নমুনা পরীক্ষা শেষে বুধবার সন্ধ্যায় তাঁর করোনা পজিটিভ আসে। তাঁর শারীরিক দুর্বলতা অনুভূত হলেও তেমন জটিলতা না থাকায় বর্তমানে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, বুধবার পুলিশ সুপারসহ নতুন করে আটজনের করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৩৯। তাঁদের মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ২০ জন, আর সুস্থ হয়েছেন ১ হাজার ৮৫ জন।