Thank you for trying Sticky AMP!!

নেত্রকোনায় সর্দি-জ্বর নিয়ে তরুণের মৃত্যু

প্রতীকী ছবি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা শহরে সর্দি-জ্বর নিয়ে এক তরুণের (২১) মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে শহরের নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়ার খবর পেয়ে দুপুরে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই তরুণ পেশায় একজন রিকশাচালক ছিলেন।

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান রহুল ইসলাম ও কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান প্রথম আলোকে জানান, কিছুদিন ধরে ওই তরুণ হালকা জ্বর ও সর্দিতে ভুগছিলেন। এ ছাড়া পূর্ব থেকে তিনি বেশ কিছু রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর কোনো করোনাভাইরাসের উপসর্গ ছিল না। তবুও সতর্কতা হিসেবে করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে। বিকেলে তাঁর দাফন সম্পন্ন হয়।

ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাহিদ হাসান বলেন, ওই তরুণের শরীর থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইসিডিআর) পাঠানো হবে।