Thank you for trying Sticky AMP!!

নোয়াখালীতে কোভিডে নতুন আক্রান্ত ২২

করোনাভাইরাস। প্রতীকী ছবি

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। আজ সোমবার জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এ নিয়ে জেলায় ২ হাজার ৭৪৫ জন করোনায় আক্রান্ত হলেন। আর মারা গেছেন ৫৭ জন।

জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার প্রথম আলোকে বলেন, গতকাল রোববার ৮৭ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেনবাগে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও করোনা ফোকাল পারসন নির্ণয় পাল প্রথম আলোকে বলেন, ১৩ জুলাই উপজেলার কাদরা ইউনিয়নের মগুয়া গ্রামের হাবিব উল্যাহ (৮০) করোনার উপসর্গ জ্বর, কাশি নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তখন তাঁর নমুনা সংগ্রহ করা হয়। চার দিন পর ১৬ জুলাই তিনি তীব্র শ্বাসকষ্টে বাড়িতে মারা যান। ১৮ জুলাই নমুনা পরীক্ষার ফলাফলে তাঁর করোনা পজিটিভ আসে; যা গতকাল রোববার সিভিল সার্জনের কার্যালয়কে অবহিত করা হয়। এ নিয়ে সেনবাগে করোনায় মৃতের সংখ্যা ৯ জন বলে উল্লেখ করেন তিনি।