Thank you for trying Sticky AMP!!

নোয়াখালীতে চাচাকে গলা কেটে হত্যার দায়ে ভাতিজার মৃত্যুদণ্ড

আদালত

নোয়াখালীর চাটখিলে চাচাকে স্থানীয় বাজারের ভেতর প্রকাশ্যে গলা কেটে হত্যার দায়ে ভাতিজাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নোয়াখালী জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন। রায়ে দণ্ডপ্রাপ্ত আসামিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডও করেছেন আদালত।

আদালতের স্টেনোগ্রাফার মাসুদ রানা রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন বিধান চন্দ্র দাস ওরফে সাইফুল ইসলাম (৩৩)। মাসুদ রানা প্রথম আলোকে জানান, রায় ঘোষণার সময় সাইফুল ইসলাম আদালতে আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা গেছে, নিহত পুন্য চন্দ্র দাস (৩২) ও আসামি বিধান চন্দ্র দাস ওরফে সাইফুল ইসলাম সম্পর্কে চাচা-ভাতিজা। বিধান চন্দ্র দাস সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণের পর সাইফুল ইসলাম নাম নেন। বাড়ির সীমানা নিয়ে চাচা পুন্য চন্দ্র দাসের সঙ্গে সাইফুলের পূর্ববিরোধ ছিল।

বিরোধের জেরে ২০১৭ সালের ১০ জানুয়ারি দুপুর পৌনে ১২টায় চাটখিল উপজেলার দশঘরিয়া বাজারে মাছ বিক্রি করার সময় পুন্য চন্দ্র দাসকে গলা কেটে হত্যা করেন সাইফুল। এ ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ সাইফুলকে গ্রেপ্তার করে। পরে পুন্য চন্দ্র দাসের স্ত্রী পলি চন্দ্র দাস চাটখিল থানায় হত্যা মামলা করেন।

আদালত সূত্র জানিয়েছে, গ্রেপ্তারের পর সাইফুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আজ মামলার রায় ঘোষণা করেন আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি গুলজার আহমেদ। আর আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আবদুস সহিদ দিদার।