Thank you for trying Sticky AMP!!

‘নো বল’ নিয়ে বচসা, ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর খুন

কুপিয়ে হত্যা

কুমিল্লায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মাঠেই ছুরিকাঘাতে মোহাম্মদ আমিন (১৬) নামের এক কিশোর খুন হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় কুমিল্লা নগরের ঠাকুরপাড়া এলাকার এমপি মাঠে এ ঘটনা ঘটে। নিহত আমিন জেলার মুরাদনগর উপজেলার পালাসুতা গ্রামের প্রবাসী নোয়াব আলীর ছেলে।

অভিযুক্ত পারভেজ হোসেন (১৮) জেলার মুরাদনগর উপজেলার পালাসুতা গ্রামের শাহ আলমের ছেলে। পারভেজ ও আমিন মামাতো-ফুফাতো ভাই। ঘটনার পর থেকে পারভেজ পলাতক। তাঁর পরিবারের সদস্যরা গা-ঢাকা দিয়েছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
নিহত আমিন হত্যা মামলার আসামি ছিল। ২০১৯ সালের ২১ এপ্রিল কুমিল্লা নগরের মদিনা মসজিদ এলাকার আলভী টাওয়ারের অদূরে ‘তুই’ বলা নিয়ে কুমিল্লা মডার্ন হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. মোমতাহিন হাসান ওরফে মিরন (১৪) হত্যার ঘটনা ঘটে।

এ ঘটনায় মোমতাহিনের চাচা কামরুল ইসলাম শেখ ফজিলাতুন্নেছা মডার্ন হাইস্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ আমিন ও পল্টুর নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। আমিন দেড় মাস আগে কারাগার থেকে বের হয় বলে জানিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের (ঠাকুরপাড়া এলাকার) কাউন্সিলর মোহাম্মদ একরাম হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে নগরের ঠাকুরপাড়া এলাকার এমপি মাঠে ক্রিকেট খেলতে যায় মোহাম্মদ আমিন (১৬)। খেলার একপর্যায়ে ‘নো বল’ হওয়া নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব শুরু হয়। এর জের ধরে পারভেজকে চড় দেয় আমিন। এতে অপমান বোধ করায় খেলার মাঠের কিনারার বাড়ি গিয়ে ছুরি নিয়ে আসেন পারভেজ। এরপর খেলার মাঠে গিয়ে আমিনকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় আমিনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক বলেন, ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে। ঘটনার পর থেকে পারভেজ পলাতক। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।