Thank you for trying Sticky AMP!!

পদ্মার ২২ কেজি ওজনের পাঙাশ বিক্রি হলো ২৯ হাজারে

পাঙাশ মাছটি পাবনা অঞ্চলের এক জেলের জালে ধরা পড়েছিল। মাছটি আজ সকালে দৌলতদিয়া ঘাট বাজারে আনা হলে ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ কেনেন

পদ্মা নদীতে ধরা পড়া ২২ কেজি ওজনের একটি পাঙাশ মাছ আজ মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ২৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। পাঙাশ মাছটি পাবনা অঞ্চলের এক জেলের জালে ধরা পড়েছিল।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, পাবনার নাজিরগঞ্জ এলাকার কয়েকজন জেলে প্রতিদিনের মতো গতকাল সোমবার রাতে নদীতে মাছ ধরতে বের হন। রাজবাড়ী সদর উপজেলার জৌকুরা থেকে পদ্মা নদীতে জাল ফেলতে ফেলতে তাঁরা গোয়ালন্দ উপজেলায় ঢুকে পড়েন। রাতে তেমন মাছ না পাওয়ায় জেলেরা হতাশ হন। ভোরের দিকে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে উজানে জেলেরা যখন জাল নৌকায় তুলছিলেন, তখন কয়েকবার ঝাঁকি দিলে বুঝতে পারেন বড় কোনো মাছ ধরা পড়েছে। জাল গুটিয়ে নৌকায় তোলার পর দেখতে পান বড় একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। মাছটি বিক্রির জন্য সকালেই তাঁরা দৌলতদিয়া ঘাট মাছ বাজারে নিয়ে আসেন। সেখানে নিলামে মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, মাছটি কেনার পর ঢাকাসহ বিভিন্ন জেলার পরিচিতজনদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন তিনি। দুপুরের দিকে ঢাকার মৌচাক এলাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ২৯ হাজার ৭০০ টাকায় মাছটি বিক্রি করেন তিনি।

গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, কয়েক দিন ধরে পদ্মা নদীতে পানি বাড়তে থাকায় বিভিন্ন প্রকার দেশীয় প্রজাতির বড় পাঙাশ, কাতলা, বাগাড়, বোয়াল মাছ ধরা পড়ছে। তিন-চার দিন ধরে পানি কমতে থাকায় বড় মাছ ধরা পড়ার পরিমাণ অনেকটা কমে গেছে। আবার পানি বাড়লে আরও বড় মাছ ধরা পড়বে বলে তিনি আশাবাদী।