Thank you for trying Sticky AMP!!

পদ্মা নদীর ২০ কেজির কাতল ২৪ হাজারে বিক্রি

পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়ে ২০ কেজি ওজনের কাতল মাছটি। শুক্রবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় জেলেদের জালে ২০ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের পাশে পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে। পরে ফেরিঘাটে এলাকায় মাছটি ২৪ হাজার টাকায় বিক্রি করা হয়।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে জেলেরা নদীতে মাছ শিকারে বের হন। রাতভর পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেলে প্রত্যাশিত মাছ না পেয়ে হতাশ হন তাঁরা। অতঃপর শুক্রবার সকাল ১০টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের পাশে পদ্মা নদীর মোহনায় জেলেরা জাল ফেলে কাতল মাছটি পান।

দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মো. মাসুদ মোল্লা বলেন, দৌলতদিয়া বাজারের দুলাল মণ্ডলের মাছের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২০ কেজি ওজনের কাতলটি প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা দরে মোট ২৪ হাজার টাকায় কিনে নেন তিনি। মাছটি বিক্রয়ের জন্য কয়েক ব্যবসায়ীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেছেন। প্রতি কেজি ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি করবেন বলে আশা করছেন তিনি।

উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, পদ্মা নদীর পানি আবার বাড়তে শুরু করেছে। পানি বৃদ্ধি পাওয়ায় বর্তমানে জেলেদের জালে বড় আকৃতির বোয়াল, পাঙাশ, কাতল, বাগাড়, চিতলসহ নানা প্রজাতির মাছ ধরা পড়ছে। এসব মাছ পেয়ে জেলেরাও বেশ খুশি।