Thank you for trying Sticky AMP!!

পার্বতীপুরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসনের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

সামাজিক দূরত্ব বজায় রেখে দিনাজপুরের পার্বতীপুরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ। সোমবার পার্বতীপুরের ভবের বাজারে। ছবি: প্রথম আলো

দিনাজপুরের পার্বতীপুরে ঝড়ে ক্ষতিগ্রস্ত ছয় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে ধাপেরবাজার পার্বতীপর- ফুলবাড়ী মহাসড়কে পাশে সামাজিক দূরত্ব রেখে ওই সহায়তা দেওয়া হয়।

দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম উপস্থিত থেকে ঝড়ে ক্ষতিগ্রস্ত ইউসুফপুর, শেরপুর, রামপুর, মধ্যপাড়া, তেলিপাড়া, ধাপেরবাজার, দুপিপুকুর, রামভাদ্রপুর, টুনিয়ারা এলাকার পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সালেহ মো. মাহফুজুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলাম, পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম প্রামাণিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনাজ মিথুন, সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান ও ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনীন প্রমুখ।

রোববার দিবাগত রাতে পার্বতীপুরে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ছয় শতাধিক বসতবাড়ি লন্ডভন্ড হয়। আম, ভুট্টাসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঝড়ে প্রায় তিন শতাধিক গাছ উপড়ে যায়। এখনো পার্বতীপুর শহরসহ ক্ষতিগ্রস্ত এলাকা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।