Thank you for trying Sticky AMP!!

পিরোজপুরে জ্বর-শ্বাসকষ্টে প্রধান শিক্ষিকার মৃত্যু

পিরোজপুরের কাউখালী উপজেলায় জ্বর, ডায়রিয়া ও শ্বাসকষ্টের মতো করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ নিয়ে ফারহানা খানম (৫৪) নামের এক প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে। সোমবার রাত আড়াইটার দিকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। তিনি উপজেলার পূর্ব আমরাঝুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।

কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় বলেন, সোমবার সকালে ফারহানা খানম উপজেলার বান্নাকান্দা গ্রামে তাঁর ছোট বোন রহিমা খানমের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। ওই বাড়িতে আরও পাঁচজন অসুস্থ হন। তাঁরা সবাই জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হন। প্রথমে তাঁরা স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে চিকিৎসা নেন। এরপর বিকেলে তাঁদের পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাতে উন্নত চিকিৎসার জন্য ফারহানা খানমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া প্রধান শিক্ষিকা ফারহানা খানমের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন।