Thank you for trying Sticky AMP!!

পিরোজপুর-কলকাতা সরাসরি বাস চলাচল শুরু

পিরোজপুর থেকে ভারতের কলকাতায় সরাসরি বাস চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল সাতটায় গ্রিনলাইন পরিবহনের এই বাস সার্ভিসের উদ্বোধন হয়।

পিরোজপুর বাস টার্মিনালে এ সার্ভিসের উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এবং পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।


গ্রিনলাইন পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, আজ নতুন এই সার্ভিসে পিরোজপুর থেকে চারজন যাত্রী উঠেছেন। পথে আরও তিন জায়গায় বাসের কাউন্টার রয়েছে। সেখান থেকেও যাত্রীরা উঠবেন।

স্থানীয় বাস কাউন্টার সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল সাতটায় পিরোজপুর থেকে গ্রিনলাইন পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত হিনো লাক্সারি ৩৬ আসনের বাস কলকাতার নিউমার্কেটের উদ্দেশে ছেড়ে যাবে। কলকাতা থেকে সকাল আটটায় পিরোজপুরের উদ্দেশে বাস ছেড়ে আসবে। পথে বাংলাদেশ সীমান্তের বেনাপোল ও ভারতের হরিদাসপুরে ইমিগ্রেশনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

গ্রিনলাইন পরিবহনের পিরোজপুর কাউন্টারের পরিচালক নজরুল ইসলাম হাওলাদার বলেন, পিরোজপুর থেকে কলকাতা সার্ভিসের ভাড়া ১২০০ টাকা। পিরোজপুর ছাড়াও বাগেরহাট, খুলনা ও বেনাপোলে বাসের কাউন্টার রয়েছে।