Thank you for trying Sticky AMP!!

পিরোজপুর পৌর নির্বাচনে আ.লীগের প্রার্থী মালেক, বিএনপির শহীদুল্লাহ

পিরোজপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান মালেক (বাঁয়ে) এবং বিএনপির প্রার্থী শেখ শহীদুল্লাহ (ডানে)

পিরোজপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি তাদের দলীয় মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে। আওয়ামী লীগ প্রার্থীর নাম ঘোষণা করেছে গতকাল শুক্রবার রাতে। নৌকা প্রতীকে মেয়র প্রার্থী পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান মেয়র হাবিবুর রহমান মালেক। বিএনপি তাদের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে গতকাল দুপুরে। ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহীদুল্লাহ।

পিরোজপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি। এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামীকাল রোববার।

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে রাতে দলীয় মেয়র প্রার্থী হিসেবে হাবিবুর রহমান মালেকের নাম ঘোষণা করা হয়। তিনি ২০০৪, ২০১০ ও ২০১৫ সালে অনুষ্ঠিত পৌরসভার নির্বাচনে বিজয়ী হন। এই ঘোষণার খবরে রাতে শহরে আনন্দমিছিল বের করেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

পিরোজপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি। এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামীকাল রোববার।

এদিকে বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেন। এতে পিরোজপুর পৌরসভার নির্বাচনের মেয়র পদে শেখ শহীদুল্লাহর নাম ঘোষণা করা হয়।

পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান বলেন, দ্বিতীয় ধাপে পৌরসভার নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ সময় ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ সময় ২৯ ডিসেম্বর। ভোট গ্রহণ ১৬ জানুয়ারি। মেয়র পদে এ পর্যন্ত ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে আজ শনিবার পর্যন্ত কেউ তা জমা দেননি। পিরোজপুর পৌরসভার ভোটার সংখ্যা ৪৫ হাজার ১৮৫। প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে এবার ভোট গ্রহণ হতে যাচ্ছে। নির্বাচনে ২৬টি কেন্দ্রে ১২৯টি বুথ থাকবে।