Thank you for trying Sticky AMP!!

প্রধানমন্ত্রীর বিকৃত ছবি শেয়ারের মামলায় মাদ্রাসাশিক্ষক কারাগারে

কারাগার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি ফেসবুকে শেয়ার দেওয়ার অভিযোগে করা মামলায় লালমনিরহাটের আদিতমারীর এক মাদ্রাসাশিক্ষককে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার রাতে জাহিদুল ইসলাম (৩৩) নামের প্রধান শিক্ষককে পুলিশ আটক করে। পরে আজ সকালে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।

জাহিদুল ইসলামের বাড়ি আদিতমারীর ভেলাবাড়ি ইউনিয়নের মরিচাবাড়ি গ্রামে। তিনি মরিচাবাড়ি গ্রামের দাওয়াতুল নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসার প্রধান শিক্ষক।

আজ সকালে আদিতমারী থানার উপপরিদর্শক (এসআই) বাবুল আখতার বাদী হয়ে আটক মাদ্রাসাশিক্ষক জাহিদুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ আজ দুপুরে লালমনিরহাটের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সাইফুল ইসলাম বলেন, গত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের দিন জাহিদুল ইসলাম তাঁর ফেসবুক আইডিতে বিকৃত করা ছবি শেয়ার দেন। তাঁর ফেসবুক আইডিতে থাকা ওই ছবি মামলার আলামত হিসেবে গণ্য হবে।