Thank you for trying Sticky AMP!!

ফেনীতে আরও ২১ জন হোম কোয়ারেন্টিনে

ফেনীতে করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১ জনকে তাঁদের পরিবারসহ হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। ফেনী জেলা সিভিল সার্জন এ তথ্য দিয়েছেন।

ফেনী জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, জেলায় আজ শনিবার পর্যন্ত মোট ১ হাজার ১১১ জন প্রবাসী ও তাঁদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়। তাঁদের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত ৯৪৪ জনের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হয়েছে।

এ বিষয়ে ফেনীর সিভিল সার্জন মো. সাজ্জাদ হোসেন জানান, হোম কোয়ারেন্টিনের সংখ্যা ধীরে ধীরে কমে আসছে। গত ২৪ ঘণ্টায় ২১ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। যাঁরা হোম কোয়ারেন্টিনে রয়েছেন, তাঁদের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্য বিভাগের কর্মীরা নিয়মিত তদারক করছেন।

সিভিল সার্জন আরও জানান, কাউকে জেলার কোনো হাসপাতালে বা কোনো আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়নি। ফেনীর পুরোনো জেলখানাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন হিসেবে ব্যবহার করার জন্য প্রস্তুত রাখা হয়েছে। তবে এখন সেখানে কাউকে ভর্তির প্রয়োজন হয়নি।