Thank you for trying Sticky AMP!!

বগুড়ায় করোনায় নারীর মৃত্যু

করোনাভাইরাস। ছবি: রয়টার্স

বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে ওই নারীর মৃত্যু হয়।

মারা যাওয়া ওই নারীর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি বগুড়া শহরের বাসিন্দা।

হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিক আমিন বলেন, কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে হাসপাতাল চত্বরে সীমিত মানুষের উপস্থিতিতে জানাজা শেষে ওই নারীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ওই নারীর স্বামী প্রথম আলোকে বলেন, করোনার উপসর্গ দেখা দেওয়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নমুনা দেওয়ার পর বাড়িতেই আইসোলেশনে ছিলেন তাঁর স্ত্রী। গত শনিবার তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। পরে তাঁকে মোহাম্মদ আলী হাসপাতালে নেওয়া হয়। বগুড়া শহরের ভাইপাগলার মাজার ও গোরস্থানে তাঁকে দাফনের প্রস্তুতি চলছে।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান বলেন, গত তিন দিনে জেলার সরকারি-বেসরকারি দুটি হাসপাতালের আইসোলেশনে কোভিড-১৯–এ সংক্রমিত হয়ে দুজন মুক্তিযোদ্ধা, একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, একজন কলেজশিক্ষক, এক নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় ৬২৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। উপসর্গ নিয়ে মারা গেছেন ১৩ জন। এর বাইরে করোনায় সংক্রমিত হয়ে ঢাকায় চিকিৎসা নিতে গিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও মুগদা হাসপাতালে বগুড়ার পাঁচজন মারা গেছেন।