Thank you for trying Sticky AMP!!

বগুড়ায় করোনায় সংক্রমিত হয়ে একজনের মৃত্যু

করোনাভাইরাস। ছবি: রয়টার্স

বগুড়ায় করোনায় সংক্রমিত হয়ে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আজ সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে তিনি মারা যান। তাঁর নাম আমজাদ হোসেন (৫৭)। তিনি বগুড়ার শেরপুর উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের চকমকন্দ গ্রামের বাসিন্দা। পেশায় তিনি দলিল লেখক ছিলেন।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আবদুল ওয়াদুদ কোভিড ইউনিটে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতাল প্রশাসন সূত্রে জানা গেছে, আমজাদ হোসেনের কোভিড-১৯ রোগের উপসর্গ দেখা দেওয়ায় সিরাজগঞ্জ খাজা ইউনুস মেডিকেল কলেজে তিনি নমুনা দেন। ৮ জুলাই পরীক্ষার প্রতিবেদনে করোনাভাইরাস পজিটিভ হয়। ওই দিনই তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। আজ সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে তাঁর লাশ শেরপুর উপজেলায় নিজ গ্রামে দাফন করা হয়। সরকারি হিসাবে সোমবার পর্যন্ত জেলায় করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৭০ জনের।