Thank you for trying Sticky AMP!!

কেরানীগঞ্জে বন্যার পানিতে সড়কে ধস, দুর্ভোগ

ঢাকার কেরানীগঞ্জের কোন্ডারচর সড়কের প্রায় ৩০ ফুট অংশ বন্যার পানিতে ধসে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় লোকজন। শুক্রবার উপজেলার কোন্ডারচরে

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়নের কোন্ডারচর সড়কের প্রায় ৩০ ফুট অংশ বন্যার পানিতে ধসে যায়। এতে সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়েছে। এ ছাড়া কোন্ডারচর এলাকার মানুষকে এই সড়ক দিয়ে চলাচল করতে না পেরে প্রায় আধা কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাক্তারচর এলাকায় যেতে হচ্ছে। ফলে বিপাকে পড়েছে কোন্ডারচরে বসবাসকারী প্রায় পাঁচ হাজার মানুষ।

গতকাল শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডারচর এলাকায় গিয়ে দেখা গেছে, কোন্ডারচর সড়কের দুই পাশে খাল থাকায় বন্যার পানির স্রোতে সড়কের প্রায় ৩০ ফুট অংশ ধসে গিয়ে জলাশয়ে পরিণত হয়েছে। এ সময় এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ধসে যাওয়ার ফলে চার মাস ধরে এ সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। তাই বিপাকে পড়েছে এ সড়ক দিয়ে চলাচলকারী কোন্ডারচর এলাকার প্রায় পাঁচ হাজার মানুষ।

পুরান বাক্তারচর এলাকার বাসিন্দা শেখ ফরিদ জানান, ‘বন্যার পানির চাপে কোন্ডারচর সড়কটি ভেঙে যায়। এতে আমরা সড়কটি দিয়ে চলাচল করতে পারছি না। বিকল্প পথ হিসেবে আধা কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাক্তারচর সড়কে আসতে হয়। আমাদের কষ্টের কথা ভেবে সড়কটি দ্রুত সংস্কার করা উচিত।’

কোন্ডারচর এলাকার বাসিন্দা আবদুল মালেকের স্ত্রী পাখি বেগম জানান, ‘বন্যার পানিতে সড়ক ভেঙে যাওয়ায় অহন আমরা অন্যের বাড়ির ওপর দিয়া চলাচল করছি। বাক্তারচর যাইতে অইলে অনেক পথ পাড়ি দিয়া যাইতে হয়। আমগো কষ্টের কথা চিন্তা কইরা সরকারের সড়কটা ঠিক করা দরকার।’

ঢাকা জেলা যুবলীগের সদস্য ও পুরান বাক্তারচর এলাকার বাসিন্দা হাবিবুর রহমান জানান, ‘সড়কটি ভেঙে যাওয়ায় কোন্ডারচরের মানুষের দুর্ভোগের সীমা নেই। সড়কটি সংস্কারের জন্য মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদের কাছে আবেদন জানাচ্ছি।’

কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাজাহান আলী বলেন, ‘কোন্ডারচর সড়কটি ধসে যাওয়ার বিষয়টি এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধির পক্ষ থেকে আমাদের জানানো হয়নি। খোঁজখবর নিয়ে সড়কটি সংস্কারের ব্যবস্থা করা হবে।’