Thank you for trying Sticky AMP!!

বরগুনায় করোনার উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু

বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে কোভিড-১৯ রোগের উপসর্গ নিয়ে দুই ব্যক্তি মারা গেছেন। এর মধ্যে রোববার রাতে ভর্তি হওয়া এক ব্যক্তি রাত আড়াইটার দিকে মারা যান। অন্য আরেকজন সোমবার সকালে ওই ইউনিটে ভর্তি হন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে তিনি মারা যান। দুজনেরই বয়স ৭০ বছর।

বরগুনা জেনারেল হাসপাতাল করোনা ইউনিট সূত্রে জানা গেছে, হাসপাতাল কর্তৃপক্ষ মারা যাওয়া ব্যক্তিদের নমুনা সংগ্রহ করেছে। বর্তমানে এই হাসপাতালে কোভিড-১৯ রোগে আক্রান্ত ৩০ জন এবং এ রোগের উপসর্গ থাকা ১৫ জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত এই হাসপাতাল থেকে ৯২ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সোহারাব হোসেন প্রথম আলোকে বলেন, মারা যাওয়া দুই ব্যক্তির নমুনা সংগ্রহ করা পরীক্ষার জন্য বরিশালে পাঠানো হয়েছে। মঙ্গলবার ওই নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া যাবে।