Thank you for trying Sticky AMP!!

বরিশালে জমে উঠেছে ফিজিক্স অলিম্পিয়াড উৎসব

‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিকস অলিম্পিয়াড ২০২০’-এর বরিশাল আঞ্চলিক উৎসব আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় উদ্বোধন করা হয়েছে। বরিশাল নগরের একে ইনস্টিটিউট মাঠে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অলিম্পিয়াডের উদ্বোধন করেন একে ইনস্টিটিউটের প্রধান শিক্ষক এইচ এম জসিম উদ্দিন।

এ সময় ফিজিক্স অলিম্পিয়াড কমিটির পতাকা উত্তোলন করেন ফিজিক্স অলিম্পিয়াড কমিটির বরিশাল অঞ্চলের সাবেক ব্যবস্থাপক মোহাম্মদ এনামুল হক, ফিজিক্স অলিম্পিয়াড ২০২০-এর পতাকা উত্তোলন করেন প্রথম আলোর হেড অব ইভেন্টস কবির বকুল। পরে অতিথিরা বেলুন ওড়ান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান শিক্ষক এইচ এম জসিম উদ্দিন বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে বিজ্ঞানের এই উৎসব খুবই গুরুত্বপূর্ণ। তিনি এমন উৎসব আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

মেঘলা আবহাওয়া ও কনকনে শীত উপেক্ষা করে সকাল থেকেই অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে উঠেছে একে ইনস্টিটিউটের মাঠ। বরিশাল ছাড়াও বিভাগের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা অলিম্পিয়াডে অংশ নিচ্ছে।