Thank you for trying Sticky AMP!!

বরিশাল বিভাগে কোভিড-১৯ রোগী সাড়ে তিন হাজার ছাড়াল

প্রতীকী ছবি

বরিশাল বিভাগের ছয় জেলায় করোনাভাইরাস সংক্রমিত রোগীর সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ছয় জেলায় ১১৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল তিন হাজার ৫৩৭ জন। এর মধ্যে মারা গেছেন ৭৭ জন।

বিভাগীয় স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানায়, বিভাগে শনাক্ত রোগীর মধ্যে সবচেয়ে বেশি বরিশাল জেলায়। এই জেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা এক হাজার ৭৫৭ জন। এ ছাড়া পটুয়াখালীতে ৫৪২ জন, ভোলায় ৩৪৫ জন, পিরোজপুরে ৩১০ জন, বরগুনায় ৩২০ জন ও ঝালকাঠিতে ২৬৩ জন কোভিড–১৯ রোগী শনাক্ত হয়েছে।

বিভাগে করোনায় মারা যাওয়া ৭৭ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলার ৩০ জন, পটুয়াখালীর ২২ জন, ঝালকাঠির ১০ জন, পিরোজপুরের পাঁচজন, বরগুনার পাঁচজন ও ভোলার পাঁচজন।