Thank you for trying Sticky AMP!!

বাগমারায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বজ্রপাত

রাজশাহীর বাগমারা উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার হাজড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই কৃষকের নাম নেজাম উদ্দিন (৬৩)। তিনি উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার হাজড়াপাড়া গ্রামের মৃত নমির উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃষ্টির সঙ্গে প্রবল বেগে ঝড় বইতে শুরু করে। বেলা সাড়ে ৩টার দিকে কৃষক নেজাম উদ্দিন তাঁর এক সহযোগীকে নিয়ে বাড়ির পাশে বিলে ছড়িয়ে থাকা ধানের খড় গোছাতে যান। এ সময় বিকট শব্দে বজ্রপাত হয়। এতে নেজাম উদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর শরীরের কিছু অংশ পুড়ে যায়।

আশপাশের লোকজন এসে নেজামকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। সেই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ নার্স শাহিনুর ইসলাম বলেন, ঝড়-বৃষ্টির সময় কৃষক নেজাম মাঠে ধানের খড় গোছাতে গেলে বজ্রপাতে মারা যান। তাঁর পাশে থাকা অপর কৃষকের তেমন ক্ষতি হয়নি। তিনি সাময়িক অসুস্থ হলেও পরে সুস্থ হয়ে ঘটনার বিবরণ দিয়েছেন।