Thank you for trying Sticky AMP!!

বাগমারায় সব আড্ডা থেকে বিরত থাকার আহ্বান

ছবি: রয়টার্স

রাজশাহীর বাগমারা উপজেলার সব চায়ের দোকান, হোটেল, রেস্তোরাঁ ও মোড়ে আড্ডা দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে বাগমারাবাসীকে নিরাপদ রাখতে উপজেলা প্রশাসন গতকাল রোববার রাত সাড়ে আটটায় এ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ ব্যাপারে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ আহম্মেদ। এতে তিনি উপজেলার সব হোটেল, রেস্তোরাঁ, মোড়সহ জনবহুল এলাকায় আড্ডা না দেওয়ার জন্য এলাকাবাসীকে আহ্বান জানান। নিজেদের নিরাপদ রাখারও অনুরোধ জানান।

ইউএনওর এই স্ট্যাটাস ব্যাপক শেয়ার হয়। অনেকে এটা মেনে চলার অঙ্গীকার করে স্ট্যাটাসে বিভিন্ন মন্তব্য করেন। দোকানিরাও ধন্যবাদ জানিয়ে এই বিষয়ে পদক্ষেপ নিতে উপজেলা প্রশাসনকে অনুরোধ জানান।

উপজেলার বিভিন্ন মোড়ে চায়ের দোকানে টেলিভিশন চালু রেখে বেচাকেনা করা হয়। এসব দোকানে উল্লেখযোগ্যসংখ্যক লোকজনের সমাগম হয়। এ ব্যাপারে ইউএনও শরিফ আহম্মেদ মুঠোফোনে বলেন, লোকজনকে নিরাপদ রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।