Thank you for trying Sticky AMP!!

বান্দরবান সরকারি কলেজে ফিজিক্স অলিম্পিয়াড উদ্বোধন

বান্দরবানে শত শত শিক্ষার্থীর উৎসাহ-উদ্দীপনায় আজ শুক্রবার সকালে ডাচ বাংলা-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াড শুরু হয়েছে। সকাল ৯টায় বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গণে অলিম্পিয়াড উদ্বোধন করেন কলেজের শিক্ষক মেহেদী হাসান।

সকাল সাড়ে ৮টা থেকে বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গণ অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। যারা অনলাইনে নিবন্ধন করেছে, তারা ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনেক শিক্ষার্থী এসে হাজির হয়। তাদেরও স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। ফিজিক্স অলিম্পিয়াড ব্যবস্থাপনায় প্রথম আলো বন্ধুসভা বান্দরবানের কর্মীরা সার্বক্ষণিকভাবে কাজ করছেন।

সকালে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর বাহাদুর স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক উম্মে হুজাইফা, প্রথম আলো প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, বন্ধুসভার সাবেক সভাপতি মাঈন উদ্দিন, বর্তমান সভাপতি সূচনা বড়ুয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকেরা।

ফিজিক্স অলিম্পিয়াডে ষষ্ঠ থেকে সপ্তম, অষ্টম-নবম ও দশম থেকে দ্বাদশ শ্রেণি—তিনটি ক্যাটাগরিতে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এ প্রতিবেদন লেখার সময় পরীক্ষা চলছে।