Thank you for trying Sticky AMP!!

বাল্যবিবাহের আড়াই মাস পর বাবার ছয় মাসের কারাদণ্ড

কারাগার

আড়াই মাস আগে মেয়ের বাল্যবিবাহ দিয়েছিলেন জসিম উদ্দিন (৪২)। তিনি থাকেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গৌরীপুর আশ্রয়ণ প্রকল্প এলাকায়। আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসে সেই খবর জানতে পারেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক গোমস্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার নজির বলেন, সোমবার বিকেলে গৌরীপুর আশ্রয়ণ প্রকল্পের বাড়ি নির্মাণের অগ্রগতি পরিদর্শনে আসেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জাকিউল ইসলাম। সেখানে আশ্রয়ণ প্রকল্পের বাড়ি বরাদ্দ পাওয়া জসিম উদ্দিনের প্রতিক্রিয়া জানতে কথা বলছিলেন তিনি। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে এডিএম জানতে পারেন, জসিম উদ্দিন আড়াই মাস আগে দশম শ্রেণিপড়ুয়া মেয়ের বাল্যবিবাহ দিয়েছেন। এ সময় তিনি (এডিএম) জসিম উদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন।

এ ঘটনায় সোমবার বিকেল পাঁচটায় গৌরীপুরে জসিম উদ্দিনের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত বাল্যবিবাহ দেওয়ার অপরাধে জসিম উদ্দিনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। প্রথম আলোর কাছে বিষয়টি নিশ্চিত করেছেন এডিএম জাকিউল ইসলাম।