Thank you for trying Sticky AMP!!

বাড়ির উঠানে বন্যার পানিতে ডুবে ১৪ মাস বয়সী শিশুর মত্যু

পানিতে ডুবে মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় বাড়ির উঠানে বন্যার পানিতে ডুবে মোহাম্মদ আলী নামের ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পোগলা ইউনিয়নের গুতুরা গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুটি ওই গ্রামের ইজিবাইক চালক আশিক ও সমলা দম্পত্তির ছেলে ছিল।

এ নিয়ে নেত্রকোনায় বন্যার পানিতে ডুবে দুই শিশুসহ সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় শিশুটিকে বারান্দায় রেখে তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় তার বাবা আশিক মিয়া বাড়িতে ছিলেন না। খেলার একপর্যায়ে শিশুটি উঠানে থাকা বন্যার পানিতে পড়ে ডুবে যায়। শব্দ পেয়ে শিশুটির চাচি মুক্তা আক্তার দৌড়ে এসে তাকে উদ্ধার করেন।

পরে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক লুৎফর রহমান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

Also Read: নেত্রকোনায় চারদিকে থই থই পানি, ডিঙি বানানোর ধুম

কলমাকান্দা থানা পরিদর্শক (তদন্ত) খোকন কুমার দাস বলেন, বন্যার পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Also Read: ৫ দিন পর মোহনগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু