Thank you for trying Sticky AMP!!

বিজয় দিবসে ঢাকা-সাভার যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রত্যুষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের সদস্য, অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনৈতিক নেতা ও বিদেশি কূটনীতিকেরা। পুষ্পাঞ্জলি অর্পণ করবে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও। সবার সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে ওই দিন ভোর সাড়ে তিনটা থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত ঢাকা থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এ জন্য বাস, মিনিবাস, ট্রাক, লরিসহ বড় যানবাহনের চালক অথবা ব্যবহারকারীদের বিকল্প সড়কে চলাচল করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

বিকল্প সড়ক

১. গাবতলী-আমিন বাজার ব্রিজ সাভার-নবীনগর রোড এড়িয়ে বিকল্প রাস্তা হিসেবে ঢাকা এয়ারপোর্ট রোড-আবদুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক হয়ে চলাচল করতে হবে।

২. আরিচা অথবা পাটুরিয়া থেকে সাভার-আমিন বাজার হয়ে ঢাকাগামী যানবাহনগুলো নবীনগর বাজার থেকে বাইপাইল-আশুলিয়া হয়ে ঢাকায় আসতে হবে।

৩. টাঙ্গাইল থেকে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহনগুলো কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে ঢাকায় প্রবেশ করতে হবে।