Thank you for trying Sticky AMP!!

বেনাপোলে রাজস্ব কর্মকর্তাদের বিক্ষোভ, দুই ঘণ্টা কার্যক্রম বন্ধ

ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মো. লুৎফুল কবিরকে অবিলম্বে অব্যাহতি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বেনাপোলের রাজস্ব কর্মকর্তাদের মানববন্ধন। আজ সোমবার বেনাপোল কাস্টম হাউসের সামনে

ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মো. লুৎফুল কবিরকে অবিলম্বে অব্যাহতি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছেন বেনাপোলের রাজস্ব কর্মকর্তারা। তাঁরা এ দাবিতে খুলনা কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন (খুকাএভ) বেনাপোল শাখার ব্যানারে আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মানববন্ধন করেছেন। এ কর্মসূচির কারণে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বেনাপোল কাস্টম হাউসে শুল্কায়নসহ সব কার্যক্রম বন্ধ ছিল। এতে ব্যবসায়ীরা ভোগান্তির মধ্যে পড়েন।

মানববন্ধনে রাজস্ব কর্মকর্তারা বলেন, কেরানীগঞ্জের যুগ্ম কমিশনার মো. লুৎফুল কবির গত বুধবার নিজের অফিসকক্ষে সহকারী রাজস্ব কর্মকর্তাদের সামনে এক রাজস্ব কর্মকর্তার সঙ্গে অসদাচরণ করেন। এ সময় ওই কর্মকর্তাকে থাপ্পড় দিয়ে তাঁর ফাইল ছিঁড়ে ফেলেন লুৎফুল। ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে অভিযুক্তের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। যে কারণে সারা দেশে সহকারী কর্মকর্তা ও রাজস্ব কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

খুকাএভ বেনাপোল শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ‘আজকের (সোমবার) মধ্যেই যুগ্ম কমিশনার মো. লুৎফুল কবিরের অব্যাহতিসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। দাবি আদায় না হলে সাময়িক কর্মবিরতিসহ আরও কর্মসূচি দেওয়া হবে।’