Thank you for trying Sticky AMP!!

ব্যবসায়ীর সন্ধান দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

নিখোঁজ ব্যবসায়ী সাইফুল ইসলামের সন্ধানের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায়

হাতকড়া পরিয়ে তুলে নেওয়ার পর থেকে নিখোঁজ ব্যবসায়ী সাইফুল ইসলামের সন্ধানের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। সোমবার সকাল ১০টা ৪০ মিনিট থেকে ঘণ্টাব্যাপী কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে এসব কর্মসূচি পালন করেন সাইফুলের পরিবারের সদস্য ও এলাকাবাসী।

অবরোধ চলাকালে দাউদকান্দির গৌরীপুর থেকে শহীদনগর পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এতে দুর্ভোগ পোহাতে হয় যানবাহনের যাত্রী ও চালকদের। পরে কুমিল্লার সহকারী জ্যেষ্ঠ পুলিশ সুপার মো. জুয়েল রানা ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ সাইফুলকে খুঁজে বের করার আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।

কর্মসূচিতে নিখোঁজ সাইফুলের মা জাহানারা আক্তার, বড় ভাই জহিরুল ইসলাম, স্ত্রী ফাতেমা ইসলাম, বোন হাজেরা আক্তার, রুমী আক্তার, হাসনা আক্তার, ভাতিজি জান্নাত আক্তারসহ অন্যরা অংশ নেন। তাঁরা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে সাইফুলের সন্ধান না পেলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

গত বছরের ২৪ সেপ্টেম্বর বেলা পৌনে তিনটার দিকে গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে সাদাপোশাকে অজ্ঞাতনামা চার ব্যক্তি ব্যবসায়ী সাইফুল ইসলামকে হাতকড়া পরিয়ে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে সাইফুলের বড় ভাই জহিরুল ইসলাম গত বছরের ২৫ সেপ্টেম্বর দাউদকান্দি মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।