Thank you for trying Sticky AMP!!

ব্যাগে মেলা বোমাসদৃশ বস্তু ‘নিষ্ক্রিয়’ করতে এল বোম্ব ডিসপোজাল ইউনিট

বগুড়া সদর উপজেলার গোকুল উত্তর পাড়া এলাকায় ব্যাগভর্তি লাল টেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ বস্তু ঘিরে রেখেছে পুলিশ

বগুড়া সদর উপজেলার গোকুল এলাকার একটি বাড়ির কাছে নির্জন স্থান থেকে ব্যাগভর্তি লাল রঙের টেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে সদর থানা-পুলিশের একটি দল গোকুল উত্তর পাড়ার একটি বাড়িসংলগ্ন পরিত্যক্ত স্থান থেকে ব্যাগভরা বোমাসদৃশ ওই বস্তুগুলো উদ্ধার করে।

১৮ ঘণ্টা পর শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে পুলিশ সদর দপ্তর থেকে আসা বোম্ব ডিসপোজাল ইউনিট ওই বস্তুগুলো নিষ্ক্রিয় করার কার্যক্রম শুরু করে। উদ্ধার হওয়া বস্তুগুলো বোমা কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

যেখান থেকে ব্যাগটি উদ্ধার হয়েছে, পাশেই আবদুল জলিল নামের এক ব্যক্তির বাড়ি। তিনি বলেন, বাড়ির পেছনে পরিত্যক্ত জায়গায় সাদা রঙের ব্যাগের ভেতরে লাল টেপে মোড়ানো বড় আকারের বোমাসদৃশ বস্তুগুলো পড়ে ছিল। পুলিশ এসে উদ্ধার করার পর বিষয়টি জানতে পারেন। তবে এগুলো কোথা থেকে কীভাবে এল, তা তিনি জানেন না।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে আসা বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা উদ্ধার হওয়া বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছেন। তবে এগুলো বোমা কি না, তা এখনো নিশ্চিত করতে পারেননি দলের সদস্যরা।

ওসি সেলিম রেজা আরও বলেন, বৃহস্পতিবার রাত ১২টার দিকে গোকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর পাড়ার একটি বাড়ির পেছন থেকে ব্যাগে ভরা লাল রঙের টেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। খবর পেয়ে সদর থানার পুলিশ তাৎক্ষণিক উপস্থিত হয়ে ওই জায়গা ঘিরে রাখে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো শক্তিশালী বিস্ফোরক। ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে কেউ এসব মজুত করতে পারেন।