Thank you for trying Sticky AMP!!

ভাসানচর থেকে পালিয়ে আসা রোহিঙ্গা যুবক সুবর্ণচরে গ্রেপ্তার

নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের আশ্রয় শিবির থেকে পালিয়ে আসা এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়েছে। জেলার সুবর্ণচরের মোহাম্মদপুর এলাকার বাসিন্দারা বুধবার বিকেলের দিকে তাঁকে পুলিশে সোপর্দ করে।

গ্রেপ্তার

মো. সিরাজ (৩০) নামের ওই রোহিঙ্গা যুবক বুধবার সকালে ভাসানচর থেকে পালিয়ে নদী পথে মোহাম্মদপুর এলাকায় পৌঁছান। তাঁর বিরুদ্ধে বিদেশি নাগরিক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সুবর্ণচরের চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, সিরাজ ভাসানচরের ৭৯ নম্বর ক্লাস্টারের বাসিন্দা। তিনি বুধবার সকালে নদী পথে পালিয়ে মোহাম্মদপুরে আসেন। এরপর দুপুরের দিকে স্থানীয়রা তাঁকে দেখে সন্দেহ করে। পরে তারা তাঁকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে।

ওসি জিয়াউল হক বলেন, সিরাজের বিরুদ্ধে বিদেশি নাগরিক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।