Thank you for trying Sticky AMP!!

ভোমরায় ভারতীয় পণ্যবাহী ফলের ট্রাক থেকে কোটি টাকার মালামাল জব্দ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে ভারতীয় পণ্যবাহী ফলের ট্রাক থেকে বিপুল পরিমাণ থ্রি–পিস, ইমিটেশনের গহনা ও কমলা জব্দ করা হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে বন্দরের ওপেন ইয়ার্ডে

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি করা ভারতীয় পণ্যবাহী ফলের ট্রাক থেকে বিপুল পরিমাণ থ্রি-পিস, ইমিটেশনের গয়না ও কমলা জব্দ করেছেন গোয়েন্দা শাখার কর্মকর্তারা। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য এক কোটি টাকা। গতকাল সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দুটি বিশেষ গোয়েন্দা শাখার সদস্যরা এসব মালামাল জব্দ করেন।

ভোমরা স্থলবন্দর সূত্রে জানা গেছে, ভারত থেকে ফল আমদানির ঘোষণা দিয়ে একটি পণ্যবাহী ট্রাকে ভোমরা স্থলবন্দর ওপেন ইয়ার্ডে বিপুল পরিমাণ থ্রি-পিস ও ইমিটেশনের গয়না আনা হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। ওপেন ইয়ার্ডে এসব পণ্য ভারতীয় ট্রাক থেকে নামিয়ে বাংলাদেশি দুটি ট্রাকে বোঝায় করা হচ্ছিল। তখন ১ হাজার ২৯টি ক্যারেট জব্দ করা হয়। জব্দ করা মালামালের মধ্যে ৯১টি ক্যারেটে ১ হাজার ৫৩টি থ্রি–পিস ও ১৫৪ দশমিক ২৬ কেজি ওজনের ইমিটেশন গয়না পাওয়া যায়। এ ছাড়া অন্য ক্যারেটগুলোয় ২৪ হাজার ৯৪৩ কেজি কমলা ছিল। এসব পণ্যের মূল্য আনুমানিক এক কোটি টাকা। স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স রাফি এন্টারপ্রাইজের নামে বগুড়ার মেসার্স সোনালী ট্রেডার্স এসব পণ্য আমদানি করে।

ভারতীয় পণ্যবাহী ফলের ট্রাক থেকে জব্দ করা থ্রি-পিস

ভোমরা স্থলবন্দরের সহকারী কমিশনার আমীর মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, বন্দরের ইয়ার্ড থেকে পণ্য জব্দ করার সময় কাস্টমস সদস্যসহ দুটি গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। কাগজপত্র যাচাই–বাছাইয়ের পর দোষীদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।