Thank you for trying Sticky AMP!!

মাদারীপুরে এক নারীর করোনা শনাক্ত

মাদারীপুরে গত ২৪ ঘণ্টায় এক নারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১৯ জন। আজ রোববার সন্ধ্যায় জেলার সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসে নতুন আক্রান্ত হওয়া ওই নারী সদর উপজেলার বাসিন্দা। তাঁর বয়স ৫০ বছর। তিনি ঢাকা থেকে নিজ এলাকায় আসেন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, গত এক সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ১৪৫ জনের নমুনা ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। নতুন আক্রান্ত ওই নারী তিন দিন আগে ঢাকার একটি হাসপাতালে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করতে দেন। পরে তিনি তাঁর নিজ জেলায় চলে আসেন। আজ সন্ধ্যায় তাঁর প্রতিবেদন সিভিল সার্জনের কার্যালয়ে আসে। প্রতিবেদন পজিটিভ।

জেলায় এ নিয়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ জন। এর মধ্যে শিবচর উপজেলায় ১৫ জন, সদর উপজেলার ২ জন এবং কালকিনি ও রাজৈর উপজেলায় ১ জন করে। শিবচরে ইতালিফেরত এক যুবকের বাবা আক্রান্ত হয়ে মারা যান।

সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘নতুন আক্রান্ত ওই নারী ঢাকায় থাকতেন। তিনি ঢাকায় নমুনা দিয়েছেন। পরে তিনি জেলায় এসে আমাদের বিস্তারিত মুঠোফোনে জানান। আজ তাঁর প্রতিবেদন পজিটিভ এসেছে। তাঁকে আজ রাতেই সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আনতে দায়িত্বরত চিকিৎসকদের নির্দেশ দেওয়া হয়েছে।’