Thank you for trying Sticky AMP!!

মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যার প্রতিবাদে মানববন্ধন

মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যার প্রতিবাদে কালিদহ এস সি উচ্চবিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। ছবি: প্রথম আলো

ফেনীর সোনাগাজী উপজেলায় মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার সকালে ফেনী সদর উপজেলার কালিদহ এস সি উচ্চবিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীরা নুসরাত হত্যার পরিকল্পনাকারী মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে স্থানীয় কয়েকটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে অংশ নেন কালিদহ এস সি উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এম এ হান্নান, প্রধান শিক্ষক রুহুল আমিন, স্থানীয় কালিদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দিদারুল আলম, ইউপি সদস্য ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য বেলাল হোসেন, মো. সেলিম, নুরুল আফসার, বিদ্যালয়ের শিক্ষক লিটন চন্দ্র ভৌমিক, জাহিদুন নবী, দীপালি পোদ্দার, প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মহিউদ্দিন খোন্দকার, কালিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক কবিতা রানী দাস প্রমুখ।