Thank you for trying Sticky AMP!!

মানিকগঞ্জে নদ-নদীতে আবারও পানি বাড়ছে

মানিকগঞ্জে বিভিন্ন নদ-নদীতে আবারও পানি বাড়তে শুরু করেছে। আজ রোববার সকালে সদর উপজেলার বালিরটেক এলাকায় কালীগঙ্গা নদীর চিত্র। ছবি: আব্দুল মোমিন

মানিকগঞ্জে নদ-নদীগুলোতে আবারও পানি বাড়তে শুরু করেছে। দেশের উত্তরাঞ্চলের নদীগুলোয় পানি বাড়ায় এবং গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে জেলায় অভ্যন্তরীণ নদ-নদী ও খাল-বিলেও পানি বেড়েছে। এতে আমন, আউশ ধানসহ জেলায় ৪ হাজার ২১৩ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে।

জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং স্থানীয় সূত্রে জানা গেছে, দেশের তিনটি প্রধান নদীর মধ্যে যমুনা ও পদ্মা—এই দুটি নদী মানিকগঞ্জের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া ধলেশ্বরী, কালীগঙ্গা, ইছামতীসহ আরও বেশ কয়েকটি শাখানদী জেলার ভেতর দিয়ে বয়ে গেছে। চলতি বর্ষা মৌসুমের শুরুতে উজান থেকে নেমে আসা ঢল এবং ভারী বৃষ্টিতে মানিকগঞ্জে নদ-নদীতে পানি বাড়তে শুরু করে। এতে দৌলতপুর ও শিবালয় উপজেলার যুমনার তীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়ে। এ ছাড়া হরিরামপুরে পদ্মার তীরবর্তী নিম্নাঞ্চলেও পানি প্রবেশ করে। এতে ফসলের জমিসহ অর্ধশতাধিক বসতভিটায় পানি ওঠে পড়ে। তবে সপ্তাহখানেক আগে নদী দুটিতে পানি কমলেও গত শুক্রবার (১০ জুলাই) থেকে আবার পানি বাড়তে শুরু করেছে।

জেলা পাউবোর পানি পরিমাপক (গেজ রিডার) ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, আজ রোববার দুপুরে শিবালয়ের আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি ৮ দশমিক ৯৪ সেন্টিমিটারের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে তা বিপৎসীমার ৪৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বাড়ায় ফসলেরও ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা কৃষি বিভাগের হিসাবমতে, জেলায় ৪ হাজার ২১৩ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল কাদের জানান, এ পর্যন্ত জেলায় ৩ হাজার ৯২০ হেক্টর জমিতে বোনা আমন, ৫৮ হেক্টরের আউশ, ১৮০ হেক্টরের ভুট্টা, ৫০ হেক্টরের তিল এবং পাঁচ হেক্টর জমির সবজির ক্ষতি হয়েছে।