Thank you for trying Sticky AMP!!

মির্জাপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা বাজারে অগ্নিকাণ্ড। ১৪ মার্চ সন্ধ্যা

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে একটি তেলের লরি (তেলবাহী ট্রাক), বাজারের পাঁচটি দোকান ও ইউপি চেয়ারম্যানের বৈঠকখানা ভস্মীভূত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, ওই বাজারের মেঘনা পেট্রোলিয়ামের তেল (পেট্রল) সরবরাহকারী মনোরঞ্জন সাহার গুদামের সামনে থাকা একটি পেট্রলের লরিতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা দাউ দাউ করে জ্বলে ওঠে। এতে আগুন মনোরঞ্জনের গুদামসহ আশপাশের দোকানে তা ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে মির্জাপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে জামুর্কী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী জানান, বাজারটির টপটেন টেইলার্সের মালিক সুমন সাহা তাঁকে জানিয়েছেন, ঘরসহ তাঁর (সুমন) প্রায় ২২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এ ছাড়া মনোরঞ্জনের তেলের লরি, গুদামসহ পাশের আরও তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। তাঁর (চেয়ারম্যান) বৈঠকখানা পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ এক কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ইউপি চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী আরও জানান, লরি থেকে ড্রামে তেল নামানোর সময় পাইপে তেলের প্রচুর স্পিড হয়। ওই সময় সৃষ্ট বাষ্প ঘনীভূত হয়ে আগুনের সূত্রপাত হতে পারে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে প্রাথমিক ধারণা দিয়েছেন।

এ ব্যাপারে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন জানান, এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে রাত আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।