Thank you for trying Sticky AMP!!

মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে শাহবাগে অবরোধ, পুলিশের লাঠিপেটা

রাজধানীর শাহবাগে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে আন্দোলনরত নেতা-কর্মীদের জলকামান থেকে পানি নিক্ষেপ করে সরিয়ে দেয় পুলিশ

রাজধানীর শাহবাগে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে আন্দোলনরত নেতা-কর্মীদের সরিয়ে দিয়েছে পুলিশ। সে সময় তাঁদের ওপর লাঠিপেটা ও জলকামান নিক্ষেপ করা হয়। তবে পুলিশের দাবি, তাঁদের ওপর লাঠিপেটা করা হয়নি।

সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালসহ সাত দফা দাবিতে আজ মঙ্গলবার দিনভর রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান সংসদ নামের একটি সংগঠনের নেতা-কর্মীরা। সন্ধ্যার আগে পুলিশ লাঠিপেটা ও জলকামান নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেয়।

পুলিশের লাঠিপেটায় আহত একজনকে নিয়ে যাওয়া হচ্ছে

দেশের বিভিন্ন জেলা থেকে আসা মুক্তিযোদ্ধার সন্তান সংসদের কয়েক শ নেতা-কর্মী আজ দুপুর সোয়া ১২টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এই বিক্ষোভের কারণে দিনভর শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের চেয়ারম্যান সোলেমান মিয়া ও মহাসচিব শফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। শুরুতে পুলিশের পক্ষ থেকে মুক্তিযোদ্ধার সন্তান সংসদের নেতা-কর্মীদের শাহবাগ মোড় ছেড়ে দিতে বলা হয়। তবে পুলিশের নির্দেশ উপেক্ষা করে তাঁরা কর্মসূচি চালিয়ে যান। সন্ধ্যার কিছু আগে ৫টা ৫০ মিনিটে তাঁদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা ও জলকামান নিক্ষেপ করে পুলিশ।

পুলিশি বাধার নিন্দা জানিয়ে মুক্তিযোদ্ধার সন্তান সংসদের সহসভাপতি মিজানুর রহমান বলেন, সরকারের পক্ষ থেকে দাবি পূরণের ঘোষণা না আসা পর্যন্ত ধারাবাহিক আন্দোলন-কর্মসূচি চলবে।

দিনভর রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান সংসদ নামের একটি সংগঠনের নেতা-কর্মীরা

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন অর রশীদ বলেন, মুক্তিযোদ্ধার সন্তান সংসদের নেতা-কর্মীদের লাঠিপেটা করা হয়নি। তিনি প্রথম আলোকে বলেন, ‘জনদুর্ভোগ লাঘব করতে আমরা বাঁশি ফুঁকে ও পানি মেরে তাঁদের সরিয়ে দিয়েছি।’

মুক্তিযোদ্ধার সন্তান সংসদের অন্য দাবিগুলো হলো—সাংবিধানিক স্বীকৃতি ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষায় আইন পাস; মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে শহীদ মুক্তিযোদ্ধা ও অসুস্থ মুক্তিযোদ্ধা পরিবারের একজন প্রতিনিধিকে ভোটার করা এবং ১৯৭২ সালের সংজ্ঞা অনুযায়ী মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রণয়ন; মুজিব কোর্টের পবিত্রতা রক্ষায় সিনেমা, সিরিয়াল, নাটকে মন্দ চরিত্রে মুজিব কোর্ট পরা নিষিদ্ধ করা ও মন্দ লোকদের মুজিব কোর্ট পরার সুযোগ বন্ধ করার জন্য আইন পাস; মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিত্যক্ত সম্পত্তি দখলমুক্ত করে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর; মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা-নির্যাতন ও জমি দখলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া; দুর্নীতি, মাদক ও ধর্ষণের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখাসহ কঠোর আইন প্রণয়ন ও হাসপাতাল, সরকারি অফিস, বিমানবন্দরসহ সব জায়গায় বীর মুক্তিযোদ্ধাদের ভিআইপি মর্যাদা দেওয়া।