Thank you for trying Sticky AMP!!

মুন্সিগঞ্জে আরও ৩৫ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স

মুন্সিগঞ্জ সদর, লৌহজং ও গজারিয়া উপজেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৫৯।

এসব তথ্য নিশ্চিত করে সিভিল সার্জন আবুল কালাম আজাদ শুক্রবার বিকেলে বলেন, ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম) থেকে ২০৭ জনের নমুনার পরীক্ষার ফল এসেছে। সেখানে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ২২ জন, লৌহজংয়ে ১০ ও গজারিয়ায় ৩ জন।

সিভিল সার্জন বলেন, পরীক্ষা বেড়েছে। সারা দেশে করোনা রোগী শনাক্তও বেড়েছে। তাই মুন্সিগঞ্জেও রোগীর সংখ্যা বাড়ছে। এতে অবশ্যই কিছুটা চিন্তা বেড়েছে। তবে আশার কথা হচ্ছে, যাঁরা আগে আক্রান্ত হয়েছিলেন, তাঁরা দ্রুত সুস্থ হয়ে বাড়িতে ফিরতে শুরু করেছেন। আজ লৌহজং উপজেলায় ৬ জন এবং টঙ্গীবাড়ি উপজেলায় ২ জন সুস্থ হয়েছেন। মুন্সিগঞ্জের অন্য রোগীদের অবস্থা ভালোর দিকে। জেলায় মৃত্যুর হারও কম। মৃত ব্যক্তিদের সবাই বয়স্ক।

আবুল কালাম আজাদ মনে করেন, নারায়ণগঞ্জের পাশের জেলা হওয়ায় মুন্সিগঞ্জে আক্রান্তের সংখ্যা স্বাভাবিকভাবেই বেড়ে চলেছে। একটা সময় পর এ সংখ্যা কমতে শুরু করবে। তবে কবে কমবে সেটা এখনো বলা যাচ্ছে না। তিনি বলেন, সচেতনতা বৃদ্ধি এবং সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমিত হওয়ার সংখ্যাও কমে আসবে দ্রুত।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত ৪ হাজার ৭১টি নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ৩ হাজার ৭০৯টির। ৩৬২টির ফলাফল পাওয়া যায়নি।