Thank you for trying Sticky AMP!!

মৃত্যুর ৭ দিন পর এল করোনা শনাক্তের প্রতিবেদন

করোনাভাইরাস। ছবি: রয়টার্স

নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুর গ্রামের কৃষক মফিজ উদ্দীন মারা যাওয়ার সাত দিন পর তাঁর পরিবার জানতে পারে তিনি করোনায় সংক্রমিত ছিলেন। গতকাল রোববার রাতে আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা হ্যাপি জানান, মফিজ উদ্দীনের পাঠানো নমুনার রিপোর্ট করোনা ‘পজিটিভ’ এসেছে।

স্বাস্থ্য কর্মকর্তা জানান, ১৯ জুন সকালে মফিজ উদ্দীন অন্য রোগের চিকিৎসা নেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভর্তি হন। ওই দিন তাঁর চিকিৎসা করার সময় করোনার উপসর্গের সন্দেহ হলে তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপর ২০ জুন তাঁকে বাড়িতে পাঠিয়ে দিয়ে হোম কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরের দিন ২১ জুন সকালে তিনি মারা যান। পরে স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট ২৮ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। তাতে দেখা যায়, তিনি করোনায় সংক্রমিত হয়েছিলেন।

এ ছাড়া গতকাল প্রাপ্ত রিপোর্টে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্য পরিদর্শকসহ তিনজন করোনায় সংক্রমিত বলে জানা যায়।