Thank you for trying Sticky AMP!!

মেডিকেলের পেছনের খালে মিলল খুলি-হাড়

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পেছনের খাল থেকে উদ্ধার হওয়া খুলি ও হাড়। বরিশাল, ২ জানুয়ারি। ছবি: সাইয়ান

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পেছনের খাল থেকে মানুষের মাথার খুলি ও দুটি হাড় উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ইন্টার্ন ডক্টরস হোস্টেলের পেছনের খাল থেকে এসব উদ্ধার করা হয়।

বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের (১১ নম্বর ওয়ার্ড) পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, বেলা একটার দিকে ওই খাল থেকে বর্জ্য অপসারণ করছিলেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। এ সময় সেখান থেকে মানুষের মাথার একটি খুলি ও দুটি হাড়ের অংশবিশেষ ময়লার সঙ্গে উঠে আসে। পরে বিষয়টি হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. বাকির হোসেন বলেন, ‘ঘটনাটি শুনেছি। মেডিকেল কলেজের পেছনের খাল থেকে একটি মাথার খুলি ও বাহুর হাড়ের কিছু অংশ পাওয়া গেছে। এটা কীভাবে এসেছে, সেটা তদন্তের ব্যাপার। পুলিশ এটা তদন্ত করলে হয়তো বের হয়ে আসবে।’

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।