Thank you for trying Sticky AMP!!

মেহেরপুরের গাংনীতে মঙ্গলবার ১০টি ইটভাটায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। এ সময় কয়েকটি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়

মেহেরপুরে ১০টি ইটভাটাকে ৬০ লাখ টাকা জরিমানা

মেহেরপুরের গাংনীতে পরিবেশ অধিদপ্তর ১০টি ইটভাটায় অভিযান চালিয়ে ৬০ লাখ টাকা জরিমানা করেছে। আজ মঙ্গলবার সকাল থেকে এ অভিযান শুরু করে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের একটি বিশেষ দল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আইন ও বিধি উপেক্ষা করে অধিকাংশ ইটভাটায় কাঠ পোড়ানো, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা এবং জনবহুল এলাকায় ইটভাটা প্রস্তুত ও আবাদি জমিতে ইটভাটা স্থাপনের কারণে অভিযান চালানো হয়। এ অভিযানে উপজেলার পুরোনো মটমুড়া গ্রামে তমা ব্রিকসের মালিক তোফাজ্জ্বেল হোসেনকে সাত লাখ টাকা, এমভি জোয়ার্দ্দার ব্রিকসের মালিক আরাফুল ইসলামকে ছয় লাখ টাকা, শুকুরকান্দির সমতা ব্রিকসের মালিক মনিরুজ্জমান আট লাখ টাকা, রূপসা ব্রিকসের মালিক আনোয়ার পারভেজকে সাত লাখ টাকা, থ্রি স্টার ব্রিকসের মালিক জালাল উদ্দিনকে চার লাখ টাকা, বস ব্রিকসের মালিক মহম্মদপুরের সবুজকে চার লাখ টাকা, বেস্ট ব্রিকসের মালিক রফিকুল ইসলামকে পাঁচ লাখ টাকা, একতা ব্রিকসের মালিক মটমুড়া গ্রামের খবিরুদ্দীনকে ছয় লাখ টাকা, ভিশন ব্রিকসের মালিক সেলিম উদ্দিনকে সাত লাখ টাকা এবং জনতা ব্রিকসের মালিক আবুল হাশেমকে ছয় লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ সংশোধিত ২০১৯ অনুযায়ী এসব জরিমানা করা হয়। অভিযানে বেশ কয়েকটি ভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান। এ সময় পরিবেশ অধিদপ্তরের কুষ্টিয়া জোনের উপপরিচালক আতাউর রহমানসহ র‍্যাব-৬-এর ডিএডি শফিকুল ইসলাম, ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার ইসাহাক আলীসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।

মেহেরপুরের গাংনীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে র‍্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন। আজ মঙ্গলবার সকালে

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ সংশোধিত ২০১৯ অনুযায়ী এসব জরিমানা করা হয়। অভিযানে বেশ কয়েকটি ভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আতাউর রহমান।