Thank you for trying Sticky AMP!!

মোংলায় বিএনপির মেয়র প্রার্থীর ভোট বর্জন

গোপন বুথে একাধিক ব্যক্তি। ছবি তুলতে গেলে দেওয়া হচ্ছে বাধা। সকাল ৯টা, মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাট

বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মো. জুলফিকার আলী ভোট বর্জন করেছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় তিনি আনুষ্ঠানিকভাবে ভোট বর্জনের ঘোষণা দেন।

এখানে আওয়ামী লীগের প্রার্থী শেখ আবদুর রহমান। ভোটকেন্দ্র পরিদর্শনের সময় প্রথম আলোকে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন।

বিএনপির প্রার্থী সকাল সাড়ে ১০টায় মোংলা পৌরসভার মাদ্রাসা রোডের বাড়িতে সাংবাদিকদের কাছে দাবি করেন, ভোটারদের ভয়ভীতি দিয়ে আওয়ামী লীগ কেন্দ্র দখল করেছে। এজেন্ট থাকতে দেয়নি, ভোটারদের ভয় দেখিয়ে ভোট দিতে বাধ্য করা হচ্ছে।

পৌরসভা ৯টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রে আজ সকাল আটটা থেকে ভোট শুরু হয়েছে। বিকেল চারটায় শেষ হবে ভোট গ্রহণ। ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিনে) পদ্ধতিতে চলছে ভোট গ্রহণ।