Thank you for trying Sticky AMP!!

মৌলভীবাজারে আরও ৪৪ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স

মৌলভীবাজার জেলায় নতুন করে ৪৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিডে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৭৪৫। আজ বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে বড়লেখা উপজেলায় ৪ জন, কমলগঞ্জে ২, শ্রীমঙ্গলে ৬, জুড়ীতে ৮ ও মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল থেকে নমুনা দেওয়া ২৪ জন রয়েছেন।

মৌলভীবাজারের সিভিল সার্জন তউহীদ আহমেদ জানান, সর্বশেষ পাওয়া প্রতিবেদন অনুযাযী নতুন করে ৪৪ জন আক্রান্তসহ জেলায় কোভিড রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭৪৫। এর মধ্যে মারা গেছেন আটজন। আর সুস্থ হয়েছেন ৩৯৩ জন।

গত ৪ এপ্রিল প্রথম মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় গ্রামীণ বাজারের এক ব্যবসায়ী করোনার উপসর্গ নিয়ে মারা যান। পরে তাঁর নমুনা পরীক্ষার ফলে করোনা পজিটিভ ধরা পড়ে।