Thank you for trying Sticky AMP!!

মৌলভীবাজারে পাঁচ গুণী পেলেন সম্মাননা

সম্মাননা প্রদান অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা। শনিবার সন্ধ্যায়। প্রথম আলো

শিল্প-সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় মৌলভীবাজারে পাঁচ গুণী ব্যক্তিকে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০১৮’ প্রদান করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের এম সাইফুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি

সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন লোকসংস্কৃতিতে জেলার কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রসময় মোহান্ত, সৃজনশীল সংস্কৃতি গবেষণায় শ্রীমঙ্গল উপজেলার কবি ও গবেষক অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ, কণ্ঠসংগীতে কুলাউড়া উপজেলার মীর মোহাম্মদ রানু সরকার, যাত্রাশিল্পে শ্রীমঙ্গলের বীর প্রতীক মোহাম্মদ ফোরকান উদ্দিন এবং চলচ্চিত্রে মৌলভীবাজার সদরের সৌমিত্র দেব। এই গুণীজনদের সম্মাননাপত্র ও ১০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। জেলা সাংস্কৃতিক কর্মকর্তা ও নাট্যশিল্পী জ্যোতি সিনহার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল আলী, মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. কামাল হোসেন ও শিল্প-সাহিত্য সংগঠন আলোকধারার সভাপতি এম এ আহাদ। সম্মাননা প্রদান শেষে ছিল গান-নৃত্য। নৃত্যসংগঠন শ্রীমঙ্গল নৃত্যালয়ের পরিচালক দ্বীপ দত্ত আকাশের পরিচালনায় পরিবেশিত হয় নৃত্যনাট্য ইছামতির বাঁকে

পথনাট্য উৎসব

মনু থিয়েটার মৌলভীবাজারের অন্যতম প্রতিষ্ঠাতা আ স ম ছালেহ সোহেলের সুবর্ণ জয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে পথনাট্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় মৌলভীবাজার পৌর মেয়র চত্বরে এ পথনাট্য উৎসবের আয়োজন করে মনু থিয়েটার। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মনু থিয়েটারের সভাপতি সুদীপ দাস। সাধারণ সম্পাদক কয়ছর আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন নাট্যকার ও অভিনেতা আ স ম ছালেহ সোহেল এবং নাট্য উৎসব সম্পর্কে আলোকপাত করেন নাট্যকার খালেদ চৌধুরী, জেলা নাট্য পরিষদের সভাপতি আবদুল মতিন, আ স ম ছালেহ সোহেল সুবর্ণ জয়ন্তী উদ্‌যাপন পর্ষদের আহ্বায়ক স ব ম দানিয়াল প্রমুখ। উৎসবে হবিগঞ্জের খোয়াই থিয়েটার এই পিরিতি সেই পিরিতি নয়, সিলেটের থিয়েটার একদল ফিনিক্স ধুম্রজাল এবং মনু থিয়েটার বউ নাটক মঞ্চায়ন করে।