Thank you for trying Sticky AMP!!

মৌলভীবাজারে হাজার ছুঁয়েছে করোনা রোগী

প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

মৌলভীবাজারে নতুন করে ৯ জনের দেহে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত করোনা রোগীর সংখ্যা হাজার ছুঁয়েছে। জেলা সিভিল সার্জন চিকিৎসক তউহীদ আহমেদ আজ মঙ্গলবার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় নতুন ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫ জন মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এবং বাকি ৪ জন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা জমা দিয়েছিলেন। এই ৯ জন নিয়ে পুরো জেলায় এ পর্যন্ত করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা ১০০০। মৌলভীবাজারে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন মোট ১৩ জন। অপর দিকে এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৫৮৩ জন।


গত ৪ এপ্রিল মৌলভীবাজারের রাজনগর উপজেলায় এক ব্যবসায়ী করোনার উপসর্গ নিয়ে মারা যান। পরে নমুনা পরীক্ষায় তিনি করোনা ‘পজিটিভ’ হিসেবে শনাক্ত হন। জেলায় করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের এটাই প্রথম ঘটনা ছিল। অর্থাৎ চার মাসে জেলায় করোনা রোগীর সংখ্যা ১ হাজার ছুঁয়েছে।