Thank you for trying Sticky AMP!!

ময়মনসিংহে বিএনপির কর্মসূচিতে পুলিশের বাধা

ময়মনসিংহ শহরে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিএনপির মানববন্ধন। সোমবার দুপুরে হরি কিশোর রায় সড়কে

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ময়মনসিংহে বিএনপির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ করেছেন দলটির নেতা-কর্মীরা। আজ সোমবার দুপুরে নগরের হরি কিশোর রায় সড়কে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পরে সংক্ষিপ্ত সমাবেশ করে এই কর্মসূচি শেষ হয়। ময়মনসিংহ মহানগর বিএনপির আয়োজিত কর্মসূচিতে মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, প্রধান নির্বাচন কমিশনার দেশে সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হয়েছেন। তাঁর পদত্যাগের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। বেলা ১১টার দিকে নগরের হরি কিশোর রায় সড়কের বিএনপির দলীয় কার্যালয়ের দিকে আসতে শুরু করেন নেতা-কর্মীরা। ওই সময় হরি কিশোর রায় সড়কের দুদিকে পুলিশ অবস্থান নেয়। পুলিশ নেতা-কর্মীদের দলীয় কার্যালয়ে প্রবেশে বাধা দেয়। দুপুর ১২টার দিকে দলীয় কার্যালয়ের সামনে থেকে মানববন্ধন শুরু করার সময়ও পুলিশ বাধা দেয়। পুলিশের বাধার মধ্যে দলীয় নেতারা সংক্ষিপ্তভাবে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক এ কে এম শফিকুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ। এ সময় প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করা হয়।

এ সম্পর্কে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ বলেন, কর্মসূচি পালনের জন্য বিএনপি আবেদন করেছিল। সেই অনুযায়ী তারা কর্মসূচি পালন করেছে। এতে কোনো বাধা দেওয়া হয়নি।