Thank you for trying Sticky AMP!!

ময়মনসিংহের গ্রিড উপকেন্দ্রে মঙ্গলবার আগুন লাগে।

গ্রিড উপকেন্দ্রে আগুন, ময়মনসিংহ বিভাগ বিদ্যুৎহীন

দুপুর দেড়টার দিকে আগুন লাগার পর থেকে ময়মনসিংহ বিভাগের চারটি জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।

ময়মনসিংহ নগরের কেওয়াটখালী এলাকার গ্রিড উপকেন্দ্রে মঙ্গলবার আগুন লাগার ঘটনা ঘটে। বেলা দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন লাগার পর থেকে ময়মনসিংহ বিভাগের চারটি জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

ময়মনসিংহের গ্রিড উপকেন্দ্রে মঙ্গলবার আগুন লাগে। আগুন নেভাতে কাজ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও কেওয়াটখালী গ্রিড উপকেন্দ্র সূত্রে জানা যায়, বেলা দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। গ্রিড উপকেন্দ্রে বৈদ্যুতিক গোলযোগের কারণে এই দুর্ঘটনা হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। আগুন লাগার সময় অনেক দূর থেকে আগুনের শিখা দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বেলা সোয়া তিনটার দিকে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ফোন করে জানা যায়, দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে অবস্থিত করছিলেন।

কেওয়াটখালী গ্রিড উপকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান বলেন, বেলা তিনটা পর্যন্ত ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। তবে দ্রুতই সরবরাহ চালু করার জন্য সব ধরনের কাজ চলছে।