Thank you for trying Sticky AMP!!

ময়মনসিংহে মাস্ক না পরে পার্কে যাওয়া মানা

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় ময়মনসিংহ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত মাস্ক ছাড়া পার্কে বেড়াতে আসা দর্শনার্থীদের সতর্ক ও জরিমানা করেছে।

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায়, মাস্ক না পরে ময়মনসিংহ সিটি করপোরেশনের নিয়ন্ত্রণাধীন পার্কে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সিটি করপোরেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ নির্দেশনা কেউ না মানলে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি।

এদিকে আজ মঙ্গলবার দুপুরে নগরের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। অভিযানে মোট ১১টি মামলায় ১ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়েছে।

পার্ক ছাড়াও নগরের ব্যস্ততম চরপাড়া, ত্রিশাল বাসস্ট্যান্ড ও ভাটিকাশর এলাকায় মাস্ক না পরায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওই অভিযানে ১১টি মামলায় ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।