Thank you for trying Sticky AMP!!

ময়মনসিংহ বিভাগে করোনা শনাক্তের সংখ্যা হাজার ছাড়াল

করোনাভাইরাস। ছবি: রয়টার্স

ময়মনসিংহ বিভাগে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এই সংখ্যা এখন এক হাজার ২৭। গতকাল শনিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফল প্রকাশের পর এ চিত্র দাঁড়ায়।

ময়মনসিংহ বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আবুল কাসেম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

গতকাল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে মোট ৪১৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে ময়মনসিংহ বিভাগের চার জেলায় করোনা পজেটিভ হয় ৪৪ জন।

আবুল কাসেম বলেন, বিভাগে করোনা শনাক্ত ১ হাজার ২৭ জনের মধ্যে ময়মনসিংহ জেলার ৪৮৬ জন, জামালপুরের ২৩৬ জন, নেত্রকোনার ২২১ জন ও শেরপুরের ৮৪ জন। বিভাগে মোট সুস্থ হয়েছে ৪১৩ জন কোভিড–১৯ রোগী। মারা গেছেন ১৩ জন।

গত ৮ এপ্রিল ময়মনসিংহ বিভাগে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।