Thank you for trying Sticky AMP!!

যমুনা নদীতে নিখোঁজ গৃহবধূর সন্ধানে ডুবুরি দল

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর পুকুরিয়া ঘাট এলাকায় গোসল করতে নেমে চায়না খাতুন (৪৫) নামের এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। আজ শনিবার সকাল থেকে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সদস্যরা যমুনা নদীর পুকুরিয়া ঘাট এলাকায় উদ্ধার তৎপরতা চালান। তবে বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ চায়না খাতুন উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মাধবডাঙ্গা বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নেওয়া আজিমুদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা নদীর ভাঙনে বসতভিটা হারিয়ে আজিমুদ্দিন পরিবার–পরিজন নিয়ে প্রায় ২০ বছর আগে মাধবডাঙ্গা বাঁধে বাস করছেন। গতকাল শুক্রবার বিকেলে চায়না খাতুন যমুনা নদীর পুকুরিয়া ঘাট এলাকায় গোসল করতে নামেন। এ সময় পানির প্রবল স্রোতে নিখোঁজ হয়ে যান চায়না খাতুন। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন নৌকায় করে অনুসন্ধান করে তাঁকে উদ্ধার করতে পারেননি। পরে আজ সকালে রাজশাহী থেকে আসা তিন সদস্যের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়।

রাজশাহী ডুবুরি দলের নেতা নুরুন্নবী ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, নদীর প্রবল স্রোত গৃহবধূকে ভাসিয়ে নিয়ে গেছে। তবে তাঁকে উদ্ধারে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে।